ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আত্মঘাতী গোলে ম্যানইউর হাসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আত্মঘাতী গোলে ম্যানইউর হাসি ছবি: সংগৃহীত

ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটন এন্ড হোভ আলবিওনের বিপক্ষে আত্মঘাতী গোলের সুবাদে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হোম ভেন্যুতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড টানা ১১ ম্যাচে জয়ের ধারা ধরে রাখলো হোসে মরিনহোর শিষ্যরা।

গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিং ব্যর্থতায় চ্যাম্পিয়নস লিগে বাসেলের মাঠে ১-০ ব্যবধানে হারের স্বাদ নিয়ে ফেরে ম্যানইউ। গ্রুপ পর্বে টানা চার জয়ের পর ১ পয়েন্ট পেলেই নকআউট পর্ব (শেষ ষোলো) নিশ্চিত হয়ে যেত।

এখন শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে।

এবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠেই গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে পগবা-লুকাকু-রাশফোর্ড-মার্শাল-ইব্রাহিমোভিচদের চোখেমুখে। অথচ আগের ম্যাচটিতে পিছিয়ে থেকেও নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারায় তারা।

প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৬৬ মিনিটের মাথায় উল্লাসের উপলক্ষ পায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া অ্যাশলে ইয়াংয়ের জোরালো শট ব্রাইটন ডিফেন্ডার লুইস ডাঙ্কের পায়ে লেগে হাওয়ায় ভেসে জালে জড়ায়। বোকা বনে যান গোলরক্ষক। আত্মঘাতী গোলটিই হয়ে যায় ম্যাচের ফল নির্ধারক।

পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে রেড ডেভিলসরা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান ৫-এ নামিয়ে আনলো এক ম্যাচ বেশি খেলা ম্যানইউ। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৯।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।