ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অ্যাসেনসিওকে নিয়ে শঙ্কায় জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
অ্যাসেনসিওকে নিয়ে শঙ্কায় জিদান ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে উড়ন্ত জয়ের পর লা লিগায় চোখ রাখছে ছন্দে ফেরা রিয়াল মাদ্রিদ। কিন্তু উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দলের উদীয়মান তারকা মার্কো অ্যাসেনসিওর চোট সমস্যা।

অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাসেনসিওকে ছাড়াই মালাগাকে অাতিথ্য দিতে পারে জিনেদিন জিদানের শিষ্যরা। শনিবার (২৫ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।

মালাগা ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে নির্ধারিত ‍দু’টি ট্রেনিং সেশনের প্রথমটিতে অনুপস্থিত থাকেন ২১ বছর বয়সী অ্যাসেনসিও। কোচ জিদানের ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের নিয়ে কোনো প্রকার ঝুঁকি না নেওয়ার নীতি তো সবারই জানা।

তিনদিন আগে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলকে তাদের মাঠেই ৬-০ গোলে বিধ্বস্ত করে সমালোচকদের জবাব দেয় রিয়াল। এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্বের (শেষ ষোলো) টিকিট নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা। পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন অ্যাসেনসিও। এ ম্যাচেই নাকি চোট পান তিনি।

লা লিগা সিজনে শুরুর ধাক্কা সামলে ওঠার লক্ষ্যে জয় ভিন্ন কিছুই ভাবছে না বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে গেছে গ্যালাকটিকোরা। শীর্ষস্থানধারী অপরাজেয় (১১ জয়, ১ ড্র) বার্সার সংগ্রহ ৩৪। সাত জয়, তিন ড্র ও দুই পরাজয়ে রিয়ালের পয়েন্ট ২৪। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ। অ্যাতলেতিকোর মাঠে মাদ্রিদ ডার্বি গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়। এটিই দু’দলের সবশেষ ম্যাচ।

বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৪ পয়েন্ট পিছিয়ে থাকা ভ্যালেন্সিয়া। রোববার (২৬ নভেম্বর) হাইভোল্টেজ ম্যাচে কাতালানদের আতিথ্য দেবে তারা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।