ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রতিপক্ষের মাঠে জুভিদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
প্রতিপক্ষের মাঠে জুভিদের হার ছবি:সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে ছন্দপতন হলো জুভেন্টাসের। সাম্পদোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে হেরে গেল মাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। লিগে টানা চার জয়ের পর হার দেখলো টানা ছয়বারের চ্যাম্পিয়নরা।

এদিন সাম্পদোরিয়ার মাঠে আতিথিয়েতা নিতে যায় জুভিরা। তবে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে।

কিন্তু দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে প্রতিপক্ষের দুভান সাপাতার হেডে পিছিয়ে পড়ে সফরকারীরা। আট মিনিট পর ব্যবধানে বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। লুকাস তোররেইরা ব্যবধান দ্বিগুণ করার পর জান মার্কো ফেররারি দলটির স্কোর ৩-০ করেন।

ম্যাচের একেবারে শেষ দিকে দিশেহারা জুভিরা আক্রমণ শক্ত করে। ইনজুরি সময়ের তিন মিনিটের ব্যবধানে জঞ্জালো হিগুইন ও পাওলো দিবালা বল জালে পাঠালে হার এড়ানোর সম্ভাবনা জেগেছিল স্বাগতিক শিবিরে। তবে তার আর হয়নি।

পেনাল্টি কিক থেকে ব্যবধান কমান হিগুইন। আর কস্তার বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে দ্বিতীয় গোলটি করেন দিবালা।

সিরিআর চলতি মৌসুমে দিবালা দ্বিতীয় সর্বোচ্চ ১২টি ও হিগুয়াইন অষ্টম গোল করলেন। ১৩ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে জুভেন্টাস। নাপোলি ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর ৩৩ পয়েন্ট পাওয়া ইন্টার মিলান রয়েছে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।