ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সুনামগঞ্জে পুলিশ সুপার গোল্ডকাপ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
সুনামগঞ্জে পুলিশ সুপার গোল্ডকাপ শুরু জেলা স্টেডিয়ামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
 

রোববার (১৯ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান।

জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গোল্ডকাপ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা প্রমুখ।

জগন্নাথপুর থানা দল বনাম তাহিপুর থানা দলের খেলার একটি দৃশ্য।  ছবি: বাংলানিউজ আজকের খেলায় জগন্নাথপুর থানা দল ৩-১ গোলে তাহিপুর থানা দলকে পরাজিত করে। খেলার ধারা বিবরণী দেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

সোমবার (২০ নভেম্বর) সদর থানা দল বনাম মধ্যনগর থানা দলের খেলা অনুষ্ঠিত হবে।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে সুনামগঞ্জ জেলার ১২টি থানা দল। খেলা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বলেন, সুনামগঞ্জ সংস্কৃতির রাজধানী। খেলাধুলা এরই অংশ। বেশি বেশি খেলাধুলা হলে যুব সমাজ মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবে। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেট খেলার ভিড়ে অনেকই মনে করেন ফুটবল হারিয়ে যাচ্ছে, কিন্তু না। ফুটবল গ্রাম বাংলার অনেক জনপ্রিয় খেলা, এটি কখনো হারিয়ে যাবে না। তাই এ খেলাটি আমাদের চর্চার মাধ্যমে ধরে রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।