ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেত্রকোনায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
নেত্রকোনায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নেত্রকোনা: নেত্রকোনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় শহরের মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি শামীম খান টিটো, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও, পূর্বধলা) নমিতা দে, ফরিদা ইয়াসমিন (বারহাট্টা), মাহাদি মোহাম্মদ আকন্দ (মোহনগঞ্জ) প্রমুখ।  

উদ্বোধনী খেলায় আটপাড়া উপজেলা একাদশ বনাম মোহনগঞ্জ উপজেলা একাদশ প্রতিদ্বন্দ্বীতা করছে। পর্যায়ক্রমে টুর্নামেন্টে জেলা সদরসহ ১০ উপজেলার খেলোয়াড়রা অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।