ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারকে ‘রেইমার’ হতে হবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
নেইমারকে ‘রেইমার’ হতে হবে ছবি: সংগৃহীত

রোমারিও, রোনাল্ডো, রিভেলিনো, রিভালদো, রোনালদিনহো-ব্রাজিল ফুটবলের এক একজন গ্রেট তারকা। তাদেরই উত্তরসূরি হিসেবে দুর্দান্ত খেলে চলেছেন নেইমার।

নেইমারের দারুণ সব সাফল্যে বার্সেলোনা জয় তুলে নিচ্ছে। টানা জয়ের মধ্যে আছে ব্রাজিল।

নেইমারের পায়ের জাদুতে বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে রয়েছে হলুদ জার্সিধারীরা। কিন্তু, তারপরও বিশ্বসেরা ফুটবলার হিসেবে কোনো স্বীকৃতি পাচ্ছেন না সেলেকাও তারকা নেইমার।

এ কারণে নেইমারের নাম ‘রেইমার’ হওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন ফিফা বর্ষসেরা ব্রাজিলিয়ান তারকা কাকা। কারণ, গত কয়েক দশকে ব্রাজিলিয়ান কিংবদন্তিদের নামের শুরু ‘আর’ অক্ষর দিয়ে।

তিনি জানান, নেইমারের নাম যদি ‘রেইমার’ হয়, তবেই সে বিশ্বসেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। নেইমারের নিজের নাম পরিবর্তন করে নেয়া উচিত। ব্রাজিলের যত কিংবদন্তি তারকা এসেছেন তাদের বেশির ভাগের নামের আদ্যক্ষর ‘আর’। তাই, তাদের মতো বিশ্বসেরার স্বীকৃতি পেতে নেইমারকে নাম পাল্টে ‘রেইমার’ করা দরকার।
 
কাকার পুরো নামটিও শুরু ‘আর’ দিয়ে। তার সম্পূর্ণ নাম রিকার্ডো ইজেকসন দোস সান্তোস লিতে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১২ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।