ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গ্রিজম্যানের গোলে ড্র এড়ালো অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
গ্রিজম্যানের গোলে ড্র এড়ালো অ্যাতলেতিকো গ্রিজম্যানের গোলে ড্র এড়ালো অ্যাতলেতিকো/ছবি: সংগৃহীত

গ্রানাডার মাঠে শেষদিকের গোলে অ্যাতলেতিকো মাদ্রিদকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিয়েছেন ফ্রেঞ্চ সেনসেশন অ্যান্তোনি গ্রিজম্যান। চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে লা লিগায় শীর্ষ চারের লড়াইয়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

বল দখলে অ্যাতলেতিকোর সঙ্গে সমানে সমান ছিল গ্রানাডা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির ৮৪ মিনিটে গ্রিজম্যানের হেডে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ভিজিটররা।

শেষ পর্যন্ত স্বাগতিকদের আর ম্যাচে ফেরা হয়নি। পূর্ণ পয়েন্টি নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।

হোম ভেন্যুতে পরবর্তী ম্যাচে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানধারী সেভিয়ার মুখোমুখি হবে অ্যাতলেতিকো। আগামী রোববার (১৯ মার্চ) ভিসেন্তে কালদেরনে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় খেলা শুরু হবে।

২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাতলেতিকো। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট এগিয়ে সেভিয়া। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ২৬ ম্যাচে ৬০। এক পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।