ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
মেসির লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার ছবি: সংগৃহীত

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি আরেকবার মানবিকতার পরিচয় দিলেন। নিজের চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে হেপাটাইটিস ‘সি’র ৩ হাজার ডোজ মেডিসিন বিলিয়েছেন মেসি।

এর মধ্যে ১ হাজার ডোজ মেডিসিন দিয়েছেন নিজের দেশ আর্জেন্টিনায়। আর বাকিগুলো তিনি বিলিয়েছেন অন্যান্য দেশে, যেখানে হেপাটাইটিস ‘সি’র প্রাদুর্ভাব রয়েছে।

হেপাটাইটিস ‘সি’র বিরুদ্ধে লড়াই চালানো মেসি জানান, ‘চিকিৎসা সেবার মাধ্যমে হেপাটাইটিস ‘সি’ থেকে বাঁচা সম্ভব। আমার ফাউন্ডেশনের মাধ্যমে পুরো বিশ্বে এই তথ্য জানিয়ে দিতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি এই রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। সকল রোগীর পাশে থাকতে চাই আমি। ’

মেসি আরও যোগ করেন, ‘গত দুই বছরে আমি অনেক কিছু অর্জন করেছি, তার মানে এই নয় যে আমি সব কিছুই পেয়েছি। কারণ প্রথমত আপনার নিজেকে সুন্দর করে বাঁচতে হবে। আপনার অর্জন সব নষ্ট হয়ে যাবে, যদি আপনি অন্যের জীবনকে সুন্দর করে দিতে না পারেন। ’

ক’দিন আগে মিশর সফরে গিয়েছিলেন মেসি। উত্তর আফ্রিকার দেশটির হেপাটাইটিস ‘সি’ সংক্রামক রোগীদের চিকিৎসা সেবা ক্যাম্পেইনে যোগ দিতে আর্জেন্টাইন অধিনায়ক মিশর যান। মরণঘাতি এ ভাইরাসের ব্যাপারে মানুষের মধ্যে সতর্কতা বাড়ানোর জন্য মেসিকে বিশেষ দূত বানিয়েছে মিশরীয় সংস্থা 'ট্যুর অ্যান্ড কিউর'।

মেসি আরও জানান, ‘বিশ্বকে ভালো অবস্থানে নিয়ে যেতে আরেকটি পদক্ষেপ। মেসি ফাউন্ডেশনের নীতি অনুসরণ করেই এগিয়ে যেতে চাই আমি। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।