ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসিদের পর অস্ট্রেলিয়ার সঙ্গেও খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
মেসিদের পর অস্ট্রেলিয়ার সঙ্গেও খেলবে ব্রাজিল অস্ট্রেলিয়ার সঙ্গেও খেলবে ব্রাজিল-ছবি:সংগৃহীত

ব্রাজিলের শেভ্রলেট গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে ১৩ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমাররা। বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লড়বে সকারুদের বিপক্ষে। এর চার দিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে একই ভেন্যুতে খেলতে নামবে হলুদ জার্সিধারীরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান গর্ভমেন্ট এই ম্যাচটির ব্যাপারে নিশ্চিত করে।

কোচ তিতের অধীনে প্রথমবারের মতো প্রীতি ম্যাচে খেলতে নামছে ব্রাজিল।

২০১৬ সালের জুনে দায়িত্ব পাওয়ার পর তার কোচিংয়ে ছয়টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে সেলেকাওরা। আর প্রতিটিতে সফলতার সঙ্গে জয় পেয়েছে।

ব্রাজিল-অস্ট্রেলিয়া সর্বশেষ ২০১৩ সালে মুখোমুখি হয়েছিল ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে। যেখানে নেইমারদের বিধ্বংসী পারফরম্যান্সে ৬-০ গোলে উড়ে যায় অস্ট্রেলিয়া।

এখন পর্যন্ত দু’দলের মোট সাতবার সাক্ষাত হয়েছে। এই মুখোমুখি লড়াইয়ে পাঁচবারই ব্রাজিল জয় তুলে নেয়। সকারুরা ২০০১ সালে কনফেডারেশন কাপে একমাত্র জয়টি পেয়েছিল। বাকিটি ড্র হয়।

এদিকে ১৯৮৮ সালের পর প্রথমবার মেলবোর্নে খেলতে যাচ্ছে ব্রাজিল। সেবার অস্ট্রেলিয়ার দ্বিশততমবর্ষীয় গোল্ড কাপে খেলেতে গিয়েছিল দলটি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

**অস্ট্রেলিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।