ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালকে নেইমারের হুমকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
রিয়ালকে নেইমারের হুমকি নেইমার/ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। চার মৌসুমের লিগ খরা কাটাতে মরিয়া চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত বেশ সুবিধাজনক অবস্থানে। সে যাই হোক, কাতালানদের ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের বিশ্বাস টাইটেল রেসে এখনো রিয়ালকে পেছনে ফেলতে সক্ষম বার্সা।

পয়েন্ট টেবিলে বার্সার চেয়ে এক পয়েন্ট এগিয়ে দুই ম্যাচ কম খেলা রিয়াল। ১৯ ম্যাচ শেষে গ্যালাকটিকোদের সংগ্রহ ৪৬।

সমান ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিওনেল মেসিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেভিয়া।

এক সাক্ষাৎকারে শিরোপা ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন নেইমার, ‘আমি জানি এটা খানিকটা কঠিন, কিন্তু কিছুই অসম্ভব নয়। গত বছর দ্বিতীয় স্থানধারীর চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে ছিলাম। যদি আমি ভুল না করে থাকি, মাত্র এক বা দুই পয়েন্টের ব্যবধানে শিরোপা জিতেছিলাম। ’

‘এখনো অনেক ম্যাচ বাকি, অনেক ম্যাচ। যেকোনো কিছুই হতে পারে। সেদিকেই দৃষ্টি রাখছি। আমরা টাইটেলের জন্য তৃষ্ণার্ত এবং এর জন্য লড়বো। ’-যোগ করেন ৫ ফেব্রুয়ারি ২৫-এ পা রাখা নেইমার।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।