ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জাপানে ফুরফুরে মেজাজেই রয়েছে খুদে টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
জাপানে ফুরফুরে মেজাজেই রয়েছে খুদে টাইগ্রেসরা ছবি: সংগৃহীত

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় ২৮ ও ২৯ জানুয়ারি জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হবে ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভাল অনূর্ধ্ব-১৫’ ফুটবল ফেস্টিভাল। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল এখন জাপানে।

শনিবার (২৮ জানুয়ারি) ফেস্টিভালে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে। তার আগে জাপানের ঠান্ডার মধ্যেও নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশের খুদে টাইগ্রেসরা।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে লাল-সবুজের মেয়েরা। অনুশীলনের ফাঁকে ঘোরাঘুরিও করেছে কোচ গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা।

...শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে এসি ইমাবারি বিপক্ষে, সকাল ১১টা ৪৫ মিনিটে সেরেজো এর বিপক্ষে ও দুপুর ১টা ৩৫মিনিটে এনগু নাগোয়া এফসি লেডিস এর বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। প্রতিটি ম্যাচ হবে ৪০ মিনিটের। প্রথমার্ধে ২০ মিনিট, দ্বিতীয়ার্ধে ২০ মিনিট। মাঝে ৫ মিনিটের বিরতি।

..এরপর রোববার (২৯ জানুয়ারি) আমাগাসাকি লেডিস টিমের বিপক্ষে সকাল ৯টা ৫৫ মিনিটে খেলবে বাংলাদেশের মেয়েরা। এরপর নকআউট পর্বের ম্যাচে খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচসহ মোট ৭টি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

.মূল মঞ্চে মাঠে নামার আগে গত বৃহস্পতিবার বিকেলে একাডেমি সাকাই এর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।