ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল জাপানে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল জাপানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ। বড় আসরটির আগে বাইরের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে জাপান গ্রিন সাকাই ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। 

ফেস্টিভ্যালে অংশ নিতে বুধবার (২৫ জানুয়ারি) রাতে জাপানের ওসাকা একাডেমিতে পৌঁছেছে মার্জিয়া-সানজিদারা। গ্রিন সাকাই ফেস্টিভ্যালের আগে আজ (২৬ জানুয়ারি) ফিফা টায়ার-২ এর প্রদর্শনী ম্যাচে একাডেমি সাকাইয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশের কিশোরীরা।

 
২৮ জানুয়ারি কৃষ্ণা, মারিয়ারা মুখোমুখি হবে এসি ইমাবারির। একই দিন আরো দুটি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৬ নারী দল। ২৯ জানুয়ারি সফরকারী দলের প্রতিপক্ষ আমাগাসাকি লেডিস। প্রতিটি ম্যাচ হবে ৪০ মিনিট করে। ৩০ জানুয়ারি দেশে ফিরবে মার্জিয়ারা।
 
সম্প্রতি সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয় এই দলটি। তার আগে ঘরের মাঠে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ইরান, চাইনিজ তাইপের মতো দেশগুলোকে মাটিতে নামিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেয় এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।