ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মহানগর ফুটবলে টঙ্গীর প্রথম জয় 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
মহানগর ফুটবলে টঙ্গীর প্রথম জয়  ছবি:সংগৃহীত

ঢাকা: ঢাকা মহনগরী দ্বিতীয় বিভাগ ফুটবলে জয়ের দেখা পেয়েছে টঙ্গী ক্রীড়া চক্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে শান্তিনগর ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে তারা এই জয় তুলে নিয়েছে।

গত ১৪ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে অবশ্য সিটি ক্লাবের সঙ্গে গোলশূণ্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল দলটিকে।

এর আগে বুধবার (১৮ জানুয়ারি) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধের ২৪ মিনিটে মাসুম বিল্লাহর গোলে ১-০ তে লিড পায় টঙ্গী।

পিছিয়ে পড়ে অবশ্য প্রথমার্ধেই সমতায় ফিরতে চেয়েছে শান্তিনগার। কিন্তু সেই লক্ষ্যে তারা ব্যর্থ হলে এগিয়ে থেকেই বিরতিতে যায় টঙ্গী ক্রীড়া চক্র।

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক খেলতে থাকে টঙ্গী। তাতে অবশ্য দলটি সফলও হয়েছে। কেননা ৫৮ মিনিটে শান্তিনগর জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন সেলিম রেজা।

আর ৮৪ মিনিটে হাফিজুল ইসলাম প্রতিপক্ষের জালে বল ঠেলে দিলে ৩-০তে জয় নিয়ে মাঠ ছড়ে টঙ্গী ক্রীড়া চক্র।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ১৮ জানুয়রি ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।