ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইন্টারের টানা পাঁচ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
ইন্টারের টানা পাঁচ জয় টানা পাঁচ ম্যাচে জয়ের ধারায় ইন্টার মিলান/ছবি: সংগৃহীত

উদিনেসের মাঠে পিছিয়ে থেকেও জয়ের ধারা অব্যাহত রাখলো ইন্টার মিলান। ২-১ গোলে জেতা ম্যাচটিতে দু’বারই সতীর্থদের উদপাযনের মধ্যমণি হন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান পেরিসিক।

এ নিয়ে টানা চারটি লিগ ম্যাচ ও সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতলো ইন্টার। খেলা শুরুর ১৭ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন চেক প্রজাতন্ত্রের তরুণ মিডফিল্ডার জাকুব জাঙ্কতো।

প্রথমার্ধের যোগ করা সময়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা ভিজিটরদের সমতায় ফেরান পেরিসিক। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে তার নৈপুণ্যেই পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে ইন্টার। ঘরের মাঠে একরাশ হতাশায় ডোবে উদিনেস।

এ রিপোর্ট লেখা অবধি, পয়েন্ট টেবিলে ১৯ ম্যাচ শেষে ১০ জয়, ৩ ড্র ও ৬ পরাজয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে ইন্টার। পরবর্তী ম্যাচে ইতালিয়ান জায়ান্টদের প্রতিপক্ষ চিয়েভো। সান সিরোতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টায়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ৮ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।