ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নতুন বছরে মেসির ১০ টার্গেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
নতুন বছরে মেসির ১০ টার্গেট নতুন বছরে নতুন নতুন রেকর্ডে চোখ রাখছেন মেসি/ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলে লিওনেল মেসির অর্জনের খাতায় আর কিছু বাকি নেই? আবারো ভাবুন তো! বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইট কিছু লক্ষ্য বাছাই করেছে আগামী ১২ মাসে যেখানে পৌঁছাতে পারেন আর্জেন্টাইন আইকন।

মেসির বয়স মাত্র ২৯। ফুটবলে সম্ভব সব কিছুই করে দেখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর (বর্ষসেরা) জয়ী।

সামনে এখনো লম্বা ক্যারিয়ার পড়ে আছে। তার সাফল্য ধারায় সম্ভাব্য আর কিছু কী বাকি আছে? নতুন বছর জুড়ে আরো অনেক কিছুই নিজের লক্ষ্যবস্তুতে আনতে পারেন বার্সার প্রাণভোমরা।

২০১৭ সালে মেসির সামনে সবচেয়ে বড় সুযোগ রয়েছে এমন ১০টি টার্গেট বা চ্যালেঞ্জ তুলে ধরা হলো:

•    বার্সার হয়ে ৫০০টি অফিসিয়াল গোলের মাইলফলক স্পর্শ করতে পারেন মেসি। প্রতিযোগিতামূলক ম্যাচে তার বর্তমান গোল সংখ্যা ৪৭৬।

•    মেসির সামনে চ্যাম্পিয়নস লিগে গোলের সেঞ্চুরির হাতছানি। চলতি মৌসুমে গ্রুপ পর্বে ১০টি গোল করে সংখ্যাটা ৯৩-তে নিয়ে গেছেন বিশ্ব ফুটবলের এ ক্ষুদে জাদুকর।

    বার্সার জার্সিতে যদি ৬০০তম ম্যাচ পূর্ণ করতে পারেন তবে সাবেক সতীর্থ কার্লোস পুয়োলকে ছাড়িয়ে যাবেন, যিনি ৫৯৩টি ম্যাচ খেলেছিলেন। ৫৫১ ম্যাচ নিয়ে ২০১৬ সাল শেষ করেছেন মেসি। এ তালিকায় আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজের পর তৃতীয় স্থানে উঠে আসতে হয়তো একটু লড়াই করতে হবে।

    চ্যাম্পিয়নস লিগে এরই মধ্যে চারটি (২০০৬, ২০০৯, ২০১১ ও ২০১৫) শিরোপা জিতেছেন। দু’বার (রোম ২০০৯, ওয়েম্বলি ২০১১) ফাইনালে গোল করেছেন। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে পঞ্চম টাইটেলের লক্ষ্যে কার্ডিফে দেখা যাবে তো মেসিকে?

•    ইউরোপের একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার অনন্য রেকর্ড গড়তে চোখ রাখছেন মেসি। ইতোমধ্যেই ছাড়িয়ে গেছেন প্রয়াত পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওকে (৪৭৩, বেনফিকা)। বার্সার হয়ে ৪৭৬ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন মেসি। সেরার আসনে বসতে আরো তিনজনকে টপকাতে হবে। ইউউই সিলার (৫০৭, হ্যাম্বার্গ), জিমি ম্যাকগ্রোরি (৫২২, সেল্টিক) ও জার্ড মুলার (৫২৫, বায়ার্ন মিউনিখ)। প্রত্যেকটিই অর্জন করার মতো টার্গেট।

    স্প্যানিশ ফুটবলে বর্তমান প্রত্যেকটি প্রথম সারির দলের বিপক্ষে গোল করেছেন মেসি। লাস পালপাস ছাড়া। আগামী ১৪ জানুয়ারি ন্যু ক্যাম্পে তাদের আতিথ্য দেবে বার্সা। সেদিনই রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন মেসি।

•    বিদেশি টিমের বিপক্ষে গোলের সেঞ্চুরি মেসির দৃষ্টিসীমায়। স্পেনের বাইরের দলগুলোর বিপক্ষে ৯৭টি গোল করে ফেলেছেন বার্সা স্ট্রাইকার। নতুন বছরে প্রথমেই তার সামনে আসছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের (শেষ ষোলো) প্রথম লেগ ১৮ ফেব্রুয়ারি ও ফিরতি পর্বের ম্যাচ ৮ মার্চ।

•    লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে গোলের সূচনা করার রেকর্ডটা এখনো হুগো সানচেজের (৭৬ বার) দখলে। মাত্র পাঁচ ধাপ দূরে মেসি। এ মৌসুমে এরই মধ্যে চারবার ম্যাচের প্রথম গোলে সতীর্থদের মধ্যমণি ছিলেন।

•    বার্সার হয়ে ৪০০তম জয়ের পথে মেসি। এখন পর্যন্ত ৩৯০ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। এতোদূর আসতে ম্যাচ খেলেছেন ৫৫১টি।

•    প্রিয় ক্লাবের হয়ে ৫০০ ম্যাচে শুরুর একাদশে থাকার রেকর্ডটাও মেসির হাতের নাগালে। এখন পর্যন্ত ৫৫১টি অফিসিয়াল ম্যাচের মধ্যে ৪৮৪টিতে শুরু থেকেই মাঠে নেমেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ২ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।