ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কথা রাখলেন না ফেলাইনি!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
কথা রাখলেন না ফেলাইনি! ছবি: সংগৃহীত

ঢাকা: বলেছিলেন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেলে তার ঝাঁকড়া চুল ছেঁটে ফেলবেন। ওই ম্যাচে দল জয় না পাওয়ায় বিশ্বজুড়ে ভক্তরা ভেবেছিলেন হয়তো আর চুল ছাঁটা হলো না তার।

তবে নিজের দেওয়া কথা রাখতে পারলেন না বেলজিয়াম ফুটবল দলের এ সেন্ট্রাল মিডফিল্ডার।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ঝাঁকড়া চুল ছেঁটে হয়ে গেছেন পুরোদস্তুর ‘ভদ্রলোক’।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধমে ফেলাইনির ছোট চুলের ছবি স্থান পায়। এছাড়া ফেসবুকেও নতুন চুলের স্টাইলের ছবি পোস্ট দিয়েছেন ফেলাইনি।

ফুটবলের আসন্ন প্রিমিয়ার লিগ মৌসুমকে সামনে রেখে চুলের এ নতুন স্টাইল তার। ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকার গত মৌসুম ভালো কাটেনি। নতুন মৌসুমে সব কিছু নতুন করে শুরুর প্রত্যয়ে চুলের নতুন এ স্টাইল বলে ধারণ‍া করছেন ফুটবল বিশেষজ্ঞরা।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।