ঢাকা: গত বিশ্বকাপে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার ভবিষ্যৎ বাণী করে বিখ্যাত হয়েছিল অক্টোপাস পল। এবার পান্ডা ও হাতির পর ভবিষ্যৎ বাণী নিয়ে হাজির শামুক ‘জিকো’।
প্রথমে অনেকগুলো কাগজের উপর বিভিন্ন দেশের নাম লিখে গোল বৃত্ত তৈরি কর হরা হয়। এরপর শামুক জিকোকে চ্যাম্পিয়ন বেছে নিতে বললে দেখা যায় ব্রাজিল লেখা কাগজের উপর উঠে পড়েছে সে।
পরে বিভিন্ন দেশের নাম লেখা কাগজগুলোর রং পাল্টে দেয়া হয। কিন্তু বৃত্ত ঘুরে আবারো জিকো ব্রাজিল লেখা কাগজের উপর উঠে পড়ে।

undefined
আরো নিশ্চিত হওয়ার জন্য এবার বিভিন্ন দেশের নাম লেখা কাগজগুলোর উপর নানা পদের খাবার রেখে জিকোকে লোভ দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু এবারও ব্রাজিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে জিকো।

undefined
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ১০ জুন ২০১৪