ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

মৌসুমের প্রথম ঢাকা ডার্বি আজ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
মৌসুমের প্রথম ঢাকা ডার্বি আজ

আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আনন্দ। ফুটবলে এই দুই দল মুখোমুখি হলে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।

মাঠের লড়াই মাঠ ছড়িয়ে পড়ে পুরো দেশে। ফুটবলের নতুন মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ঐতিহ্যের লড়াই আজ।  

প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস নেটওয়ার্কে।

এবারের মৌসুম চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু করেছে মোহামেডান। তবে বসুন্ধরা কিংসের কাছে হেরে শুরুটা ভালো হয়নি সাদা-কালোদের। এরপর অবশ্য লিগের ম্যাচে সেই কিংসকে হারিয়ে শোধ নেয় আলফাজের শিষ্যরা। দশজন নিয়ে কুমিল্লায় ১-০ গোলে পরাস্ত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এর আগের ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে তারা উড়িয়ে দেয় ৬-০ গোল ব্যবধানে। পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর মতিঝিল পাড়ার ক্লাবটি । চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেও জয়ী ধার ধরে রাখতে চায় তারা।  

তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়টা মোটেও সহজ হবে না মোহামেডানের জন্য। কেননা এই দুই দল মাঠে নামায় বাড়ে বাড়তি উত্তেজনা এবং চাপ। তবে চাপ সামলে জয়েই চোখ কোচ আলফাজ আহমেদের, ‘এই দুই দলের ম্যাচ মানে বিশেষ কিছু, এটা সবাই জানে। এখানে কে খেলল আর কে খেলল না সেটি বড় কথা নয়, জার্সির ভারই এখানে বিরাট কিছু। খেলোয়াড়েরা যে করেই হোক জয় তুলে নিতে চাইবে। ’ 

সবশেষ দলবদলে মোহামেডান ধরে রেখেছে তাদের বিদেশি খেলোয়াড়। ছন্দেও আছেন তারা। এ ছাড়া দলে কোনো ইনজুরির প্রভাব নেই, এটিও স্বস্তি দিচ্ছে কোচকে, ‘আমাদের দলে কোনো ইনজুরি নেই। সবাই ফিট আছে। ইনশাল্লাহ কাল দারুণ একটা ম্যাচ হবে আশা করি। ’

বিপরীতে কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই এবার মৌসুম শুরু করেছে ঢাকা আবাহনী। সর্বশেষ লিগে সর্বোচ্চ গোল করা কর্নেলিয়াস স্টুয়ার্টকেও ধরে রাখতে পারেনি দলটি। রাজনৈতিক পটপরিবর্তনের পর বেশ ধাক্কাই খেয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। মৌসুমে অংশ নেবে কি না তা নিয়েও ছিল শঙ্কা। শেষ সময়ে অবশ্য দলবদলে অংশ নেয় তারা।  

মাঠের বাইরের অগোছালো আবাহনী অবশ্য দারুণ শুরু পেয়েছে লিগে। প্রথম দুই ম্যাচে তারা হারিয়েছে ফকিরেরপুল ইয়াংমেনস ও ঢাকা ওয়ান্ডারার্সকে। যদিও দুই ম্যাচ দিয়ে এখনই দলটির ভবিষ্যৎ জানার সুযোগ কমই থাকছে। আজ তাদের সামনে শক্ত প্রতিপক্ষ। এই ম্যাচে তারা কেমন পারফর্ম করে সেটিই দেখার বিষয়। তবে মেহোমেডানের ঘর ভেঙে দারুণ কয়েকজন স্থানীয় খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে আবাহনী। জাফর ইকবাল ও শাহরিয়ার ইমনের মতো খেলোয়াড়কে তারা নিয়ে নিয়েছে মোহামেডান থেকে। আকাশী-নীল শিবিরে গিয়ে গোলও পেয়েছেন জাফর। আজ এই দুই তারকা ফুটবলার সাবেক দলের বিপক্ষেও নিশ্চিতভাবে গোল পেতে চাইবেন।  

বিশেষ করে এই ম্যাচে গোল করে দলকে জেতাতে চান মোহামেডান ছেড়ে আবাহনীতে আসা ইমন, ‘আমি এখনও গোলের খাতা খুলতে পারিনি। আশা করি কালকের (আজ) ম্যাচে গোল পাব। আর মোহামেডান আমার সাবেক ক্লাব, তাদেরকে হারাতে পারলে দারুণ হবে। ’ 

ইমন আর জাফরকে কীভাবে সামলায় মোহামেডান সেদিকেও সমর্থকদের থাকবে বাড়তি নজর। এ ছাড়া কিংসের গোলরক্ষক মিতুল মারমার সঙ্গে ‍চুক্তি করেছে দলটি। বিদেশি খেলোয়াড় না থাকলেও দেশি দারুণ কয়েকজন খেলোয়াড় থাকায় শক্তিশালী তারা। সবকিছু নিয়েই আজ আবাহনী ঝাঁপিয়ে পড়বে মোহামেডানের বিপক্ষে।  

লিগে দুই দলের মুখোমুখি সর্বশেষ চারবারের সাক্ষাতেও প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ প্রতীয়মান। চার ম্যাচের মধ্যে দুইবার পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা। আর বাকি দুই ম্যাচে একটিতে জয় আবাহনীর, অন্যটি মোহামেডানের। ঐতিহ্যের লড়াইয়ে আজ কে জয় পাবে টা সময়ই বলে দেবে।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।