ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পর্তুগালের বিপক্ষে ড্র করেও কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
পর্তুগালের বিপক্ষে ড্র করেও কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

পোল্যান্ডের বিপক্ষে বাজিমাত করা পর্তুগাল ক্রোয়েশিয়ার বিপক্ষে ছিল বিবর্ণ। যদিও প্রথমার্ধে এগিয়ে যায় তারা।

তবে বিরতির পর ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান জোস্কো ভার্দিওল। এই ড্রয়ে অবশ্য কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলো তারা।  

গতকাল রাতে নেশন্স লিগে পর্তুগালের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে জোয়াও ফেলিক্স পর্তুগালকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ভার্দিওল। এই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের রানার্সআপ হয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ক্রোয়াটরা। ১৪ পয়েন্ট নিয়ে গ্রপসেরা পর্তুগাল আগেই নিশ্চিত করে রেখেছিল কোয়ার্টার ফাইনাল।

গত ম্যাচে চমক দেখানো ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া খেলতে নামা পর্তুগাল ক্রোয়েশিয়ার মাঠে অবশ্য ধুঁকছিল। তাছাড়া একাদশ থেকে বিশ্রামে রাখা হয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ব্রুনো ফের্নান্দেস, পেদ্রো নেতো, বের্নার্দো সিলভা ও দিয়েগো কস্তাকে। অবশ্য শুরুর গোলটি তারাই পেয়েছে।  

৩৩তম মিনিটে দলকে এগিয়ে নেন ফেলিক্স। ভিতিনিয়া থেকে পাওয়া বল টেনে নিয়ে বক্স থেকে জাল খুঁজে নেন চেলসি ফরোয়ার্ড। কিছুক্ষণ পর সমতায় ফেরার সুযোগ পায় ক্রোয়েশিয়া। তবে আন্দ্রেই ক্রামারিচের শট পোস্টে লেগে প্রতিহত হয়।  

বিরতির পর অবশ্য আক্রমণ বাড়াতে থাকে ক্রোয়েশিয়া। সেটির সুফলও পায় দলটি। ৬৫তম মিনিটে তাদের সমতায় ফেরান ভার্দিওল। সতীর্থের ক্রস থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার। এই গোলে ফিরে স্বস্তি। পরে আর কোনো গোল না হলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।