ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এএফসি গোলকিপিং কোচিং টিউটরস কোর্সে নয়ন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এএফসি গোলকিপিং কোচিং টিউটরস কোর্সে নয়ন 

স্পোর্টস ডেস্ক: নিজেকে আরও এক ধাপ ওপরে নিয়ে গেলেন দেশের অন্যতম সেরা গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। বসুন্ধরা কিংসের এই কোচ ডাক পেয়েছেন এএফসি গোলকিপিং কোচিং টিউটরস কোর্সে।

দেশের প্রথম গোলরক্ষক কোচ হিসেবে গোলকিপিং কোচিং টিউটরস কোর্সে ডাক পেয়েছেন তিনি। দেশের গোলকিপিং কোচিংয়ের মানোন্নয়নে এই কোর্স বড় ভূমিকা পালন করতে পারে।  

আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে ৮ নভেম্বর পর্যন্ত এই কোর্স চলবে। বর্তমানে মালেয়শিয়ার কুয়ালালামপুরে অবস্থান করেছেন নয়ন। এই কোর্সে ডাক পেয়ে উচ্ছ্বসিত দেশের প্রথম এএফসি এ লাইসেন্সধারী এই কোচ। তিনি বলেন, ‌এএফসির যে ৪৭টা মেম্বার অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে একজন করে টপ লেভেলের কোচ কিংবা কোচ এডুকেটরকে ডাকা হয়েছে এই কোর্সে। এটা আমার জন্য গর্বের এবং আনন্দের বিষয় যে এখানে আমাকে ডাকা হয়েছে। ' জাপান, কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মত দেশের কোচেরা এখানে আসছেন। তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, ফুটবল নিয়ে আলাপ করবো এটা আমার জন্য ভালো অভিজ্ঞতা হবে। আমি তাদের কাছ থেকে অনেক ভালো কিছু শিখতে পারবো। ' 

এই গোলকিপিং কোচিং টিউটরস কোর্সে ক্লাস করাবেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক কোচ ফ্রান্স হক। আধুনিক গোলকিপিং কোচিংয়ের অন্যতম রূপকার বলা হয় তাকে। ফ্রান্স হকের সঙ্গে কাজ করতে পারা অন্যরকম এক অর্জন হবে বলে মনে করেন নয়ন।  

তিনি বলেন, ‌‘ফ্রান্স হকের সঙ্গে কাজ করতে পারাটা সৌভাগ্যের। তিনি গোলকিপিং কোচিংয়ে আধুনিকতা নিয়ে এসেছেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ’ 

এই কোর্সের পর এএফসি বাফুফে গোলকিপিং ইন্ট্রোডাকটরি কোর্স এবং গোলকিপিং বি ডিপ্লোমার কোচিং কোর্স করাতে পারবেন নয়ন। নিজের অর্জিত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে চান তিনি। নয়ন বলেন, ‌‘এই কোর্সের পর আমি কোচিং করাতে পারবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইলে এবং আমার সময় মিললে আমি কোর্স করাতে পারি। তারা চাইলে আমি আমার অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে সর্বোচ্চ চেষ্টাই করবো। ’ 

এর আগে দেশের প্রথম গোলরক্ষক কোচ হিসেবে এএফসি “এ” লাইসেন্স অর্জন করেছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। ২০১৬ সালে তিনি নেপালে লেভেল ১ লাইসেন্স অর্জন করেন। লেভেল ২ লাইসেন্স অর্জন করেন অস্ট্রেলিয়া থেকে ২০১৯ সালে। এবছর মালেয়শিয়া থেকে সর্বোচ্চ এফএসি ‘‘এ’’ লাইসেন্স অর্জন করলেন। বসুন্ধরা কিংসের আগে ঢাকা আবাহনী (নারী দল), মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ নারী ফুটবল দল, পুরুষ ফুটবল দল, এছাড়াও বয়সভিত্তিক দলের গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নুরুজ্জামান নয়ন। ২০১৯ সালের অক্টোবর মাসে বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ হিসেবে যোগ দেন নয়ন। এরপর ক্লাবের সাফল্য সারথি তিনিও। বসুন্ধরা কিংস নয়নের এই অর্জনে গর্বিত। নিজেদের ফেসবুক পেজে নয়নকে অভিনন্দ জানিয়ে পোস্ট করেছেন তারা।  

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।