ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ

১০ জনের কম্বোডিয়ার কাছে হারল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
১০ জনের কম্বোডিয়ার কাছে হারল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ লম্বা সময় ধরে ১০ জন নিয়ে খেললেও সেই সুবিধা নিতে পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা।

এই ম্যাচে অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা আরহাম ইসালামের।

নমপেনে অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। আরহাম ইসলাম ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভিসাল কিয়া। দুবারই তিনি ফাউল করেন আরহামকে।

একজন বেশি নিয়ে খেলে কম্বোডিয়ার অর্ধে একের পর এক আক্রমণ শানায় বাংলাদেশ। বেশ কিছু গোলের সুযোগা তৈরি করলেও জালের বল ফেলতে পারেনি। প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিকরাও।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। আরও কোণঠাসা হয়ে পরে কম্বোডিয়া। তবে বক্সে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছিল বাংলাদেশের আক্রমণ। দ্বিতীয়ার্ধে একটি পরিষ্কার সুযোগ তৈরি করেই তা গোলে রূপান্তরিত করে স্বাগতিকরা। ৮৫ মিনিটে নিচু কোনা দিয়ে গোল করে দলকে জয় এনে দেন ডারো থাচ।  গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।