ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ভারতে খেলার আমন্ত্রণ পেল মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
ভারতে খেলার আমন্ত্রণ পেল মোহামেডান

ভারতের প্রাচীন ফুটবল টুর্নামেন্ট কলকাতার আইএফএ শিল্ডে এবারও খেলার আমন্ত্রণ পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত বছর কিংস এবং মোহামেডানকে এই আসরে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে ঘরোয়া ফুটবলের ব্যস্ত সূচি থাকার কারণে কোনো দলই অংশ নিতে পারেনি সেই টুর্নামেন্টে।

এবার ঘরোয় ফুটবল শুরুর তারিখ পিছিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে চলে যাওয়ায় সুবিধাই হয়েছে সাদা কালোদের। আয়োজকদের সঙ্গে সব শর্ত মিললে ৯-২১ নভেম্বর অনুষ্ঠেয় কলকাতার এই আসরে অংশ নেবে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ক্লাবের সদস্য এবং খরচ বহন নিয়ে চলছে আলোচনা।  

মোহামেডানের ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। এবার সাদা-কালো শিবিররা খেললে তারাই হবে আসরের একমাত্র বিদেশি দল।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।