ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

লেভার জোড়া গোলে বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
লেভার জোড়া গোলে বার্সার বড় জয়

চ্যাম্পিয়নস লিগে শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি বার্সেলোনার। মোনাকোর কাছে হারতে হয়েছে ২-১ ব্যবধানে।

তবে দ্বিতীয় রাউন্ডে এসে জয়ের খাতা খুলল তারা। আজ ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল।

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন লেভানদোভস্কি। এর আগে অবশ্য বল নিয়ে দারুণ সমন্বয় দেখান রাফিনিয়া ও লামিন ইয়ামাল। ৩৪ মিনিটে ফিরতি শটে রাফিনিয়া নিজেই পান গোলের দেখা। তিন মিনিট পর হেডে ব্যবধান ৩-০ করেন ইনিগো মার্তিনেস।

বিরতির পর ছন্দ ধরে রাখে বার্সা। লেভাও আদায় করে নেন দ্বিতীয় গোল। ৫১ মিনিটে মার্তিনেসের ক্রসে ছয় গজ বক্স থেকে হেড করেন তিনি। যা জালে জড়াতে কোনো ভুল করেনি। শেষ সময়ে এসে আত্মঘাতী গোল উপহার পায় বার্সা।

এই ম্যাচে মূল অধিনায়ক আন্দ্রে টার স্টেগানকে ছাড়াই খেলেছে স্বাগতিকরা। যে কারণে গোলবার সামলাতে হয়েছে ইনাকি পেনাকে। তবে ইনজুরির কারণে ছিটকে পড়া স্টেগানের অভাব পূরণ করতে পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনিকে দলে টেনেছে কাতালানরা।

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।