ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

সিটিকে টপকে শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
সিটিকে টপকে শীর্ষে লিভারপুল

টানা দ্বিতীয় ড্র করে লিভারপুলের জন্য কাজটা সহজ করে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে আর্নে স্লটের দল।

প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডে উলভারহ্যাম্পটনকে ২–১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে লিভারপুল। আর তাতে দ্বিতীয় থেকে শীর্ষে থাকা সিটি ষষ্ঠ রাউন্ডে নামলো দুইয়ে।

উলভসের বিপক্ষে জয়টা অবশ্য সহজ হয়নি লিভারপুলের। যদিও প্রথমে এগিয়ে গিয়েছিল তারাই। প্রথমার্ধের যোগ করা সময়ে ইব্রাহীম কোনাতের গোলে এগিয়ে যায় স্লটের দল।  

বিরতির পর ৫৬তম মিনিটে রায়ান আইত নুরির গোলে সমতা ফেরায় উলভস। তবে তিন মিনিট পরেই ফের এগিয়ে যায় লিভারপুল। দিয়েগো জোতা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। আর তাতে থেকে গোল আদায় করে নেন মোহামেদ সালাহ।

৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে লিভারপুলের পয়েন্ট ১৫। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা সিটি ও আর্সেনালের পয়েন্ট সমান ১৪ করে। আর ১৩ পয়েন্ট নিয়ে চেলসি আছে চতুর্থ স্থানে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।