ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

এমবাপ্পে-ভিনি ঝলকে রিয়ালের বড় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমবাপ্পে-ভিনি ঝলকে রিয়ালের বড় জয়

লা লিগায় তিন ম্যাচে চতুর্থ গোল পেলেন কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়ুস জুনিয়রও পেলেন জালের খোঁজ।

দুজনে আবার অবদান রেখেছেন গোল করানোর ক্ষেত্রেও। আর তাতে লিগে টানা তৃতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ।

গতকাল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলের বিপক্ষে রিয়াল জিতেছে ৪–১ ব্যবধানে। এমবাপ্পে ও ভিনি ছাড়াও গোল পেয়েছেন রদ্রিগো ও কারবাহাল। এস্পানিওলের গোলটি এসেছে রিয়াল গোলরক্ষকের সৌজন্যে।

ভিনিকে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তাতে অবশ্য কোনো সুবিধা হয়নি। উল্টো প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রিয়াল। পরের মিনিটে মাঠে নামেন ভিনি। তার আগমনে রিয়ালের আক্রমণের ধার বাড়তে শুরু করে।

৫৮তম মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান দানি কারভাহাল। এরপর যেন প্রাণ ফেরে রিয়ালের আক্রমণে। ৭৫তম মিনিটে এগিয়েও যায় তারা। ভিনির পাস থেকে লক্ষ্যভেদ করেন তারই জাতীয় দলের সতীর্থ রদ্রিগো।  

এর তিন মিনিট পর এমবাপ্পের বাড়িয়ে দেওয়া বলে এবার নিজেই গোল করেন ভিনি। শেষদিকে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান এমবাপ্পেও। এই শতকে রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন লিগ ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন এই ফরাসি ফরোয়ার্ড।  

লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত রিয়াল মাদ্রিদ এই মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচের ৪টিতে জিতেছে, বাকি ২টি ড্র। ১৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকার দুইয়ে উঠেছে। শীর্ষে থাকা বার্সেলোনা ৫ ম্যাচের সবকয়টিতেই জিতে অর্জন করেছে ১৫ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমএইচএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।