ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগে খেলবে না শেখ রাসেল 

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
প্রিমিয়ার লিগে খেলবে না শেখ রাসেল 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে দল গঠন করবে না শেখ রাসেল ক্রীড়া চক্র। লিগে অংশগ্রহণ না করার প্রসঙ্গে ইতোমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে ক্লাবটি।

১৯ আগস্ট ছিল দলবদলের শেষ দিন। ফিফার অনুমতিক্রমে দলবদলের সময় তিনদিন বেড়েছে। এর আগেই লিগে অংশগ্রহণ না করার কথা জানিয়েছে তারা। এবারের লিগে অংশ নিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। এছাড়া এর পরের মৌসুমে (২০২৫-২৬) দল গড়ার প্রত্যাশা জানিয়েছে তারা।

বাংলাদেশ সময় : ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।