ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

দেশে ফিরেছেন জামালরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
দেশে ফিরেছেন জামালরা

লেবাননের বিপক্ষে জয়ের লক্ষ্যের কথা একাধিকবার বলেছিলেন বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা। যদিও প্রতিপক্ষকে কৌশলগত দিক থেকে এগিয়ে রেখেছিলেন।

কতটা এগিয়ে সেটি মাঠের লড়াইয়ে হাড়েহাড়ে টের পেয়েছে লাল-সবুজের দল। লেবাননের হাসান মাতুকের হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় পরাজয় নিয়ে দেশে ফিরেছে জামাল ভূঁইয়ারা।

গতকাল কাতার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়ে আজ সকালে বাংলাদেশ এসে পৌছেছেন জামাল ভূঁইয়ারা। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডে ডি-গ্রুপে থাকা বাংলাদেশ ছয় ম্যাচের পাঁচটিতে হারের মুখ দেখেছে। হোম ম্যাচে লেবাননের সঙ্গে ১-১ গোলে করেছিল ড্র। এই সুবাদে এক পয়েন্ট ঝুলিতে ভরে টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপ বাছাই শেষ করেছে বাংলাদেশ। টেবিলের তিনে থেকে বাছাইপর্ব শেষ করা লেবানন ৫ পয়েন্ট তুলেছে। বাংলাদেশ ও লেবাননকে এশিয়ান কাপের টিকিট পেতে বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে হবে।

এবার বাংলাদেশ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলার প্রস্তুতি শুরু করবে।

বাংলাদেশ সময়:
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।