ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ৬, ২০২৪
দলের পারফরম্যান্সে  সন্তুষ্ট  বাংলাদেশ কোচ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

ম্যাচের আগে ভয়ডরহীন ফুটবল খেলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। মাঠে এর প্রতিফলনও দেখা গেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একটি আত্মঘাতি গোল হজম না করলে ম্যাচের স্কোরলাইন ভিন্ন হতে পারত। আগের ম্যাচে ৭-০ গোলে হারা বাংলাদেশ আজ হারল ২-০ গোলে। এই ফলাফল প্রত্যাশিত ছিল কি না? এমন প্রশ্নের জবাবে কাবরেরা বলেন, 'আমার কাছে ৭-০ গোলের হার যা, ২-০ গোলের হারও একই। আমার কাছে যে বিষয়টা গুরুত্ব বহন করে তা হলো পারফরম্যান্স। আজকে আমরা আগের চেয়ে ভালো ফুটবল খেলেছি। ভয়ডরহীন ফুটবল খেলেছি। তবে বিশ্ব র‍্যাংকিংয়ে ২৪ নম্বর দলের বিপক্ষে ২-০ গোলের হার অবশ্যই একটা ভালো দিক। '

ম্যাচের পারফরম্যান্স নিয়ে কাবরেরা বলেন,  'আমাদের লক্ষ্য ছিল মেলবোর্নের চেয়ে ভালো পারফরম্যান্স করা। আমরা তেমনটা করতে পেরেছি। খেলার ফলাফর যদিও আমাদের পক্ষে আসেনি। এছাড়া সবই ভালো ছিল। ডিফেন্সে ছেলেরা ভালো খেলেছে। সেট পিস থেকে শুরু করে ম্যান মার্কিং সব দিকেই দল ভালো করেছে। দল হিসেবে আমরা ভালো খেলেছি। বিশ্বকাপ খেলা দলের বিপক্ষে দলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল। '

টানা বৃষ্টির কারণে মাঠ অন্য সময়ের চেয়ে কিছুটা ভারী ছিল। অন্যদিকে বাংলাদেশের ফুটবলে অভাব রয়েছে অনেক কিছুরই। তবে এসব কোনও অজুহাত দিতে চান না কাবরেরা। তার মতে প্রতিবন্ধকতা থাকবেই। সেসব পাশ কাটিয়েই এগিয়ে যেতে হবে। তিনি বলেন, '‌অনেক দলেরই অনেক কিছুর অভাব থাকে। সেসব মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে। আমরা আগের চেয়ে অনেক বেশি সুবিধা পাচ্ছি। ধীরে ধীরে এটা আরও বাড়বে বলে আমি আশা করি। মাঠ খুব ভালো ছিল। এশিয়ায় এর চাইতেও আরও অনেক খারাপ মাঠ আছে। সেই তুলনায় এটা অনেক ভালো মাঠ। আজ বৃষ্টির কারণে হয়তো মাঠ একটু ভারী ছিল। তবে ভালো ফুটবলার খেলার জন্য যথেষ্ট ছিল। মাঠ নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই। '

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ৬, ২০২৪ 
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।