ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ফিফা থেকে বাড়তি ফান্ডের আশা বাফুফের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মে ১৯, ২০২৪
ফিফা থেকে বাড়তি ফান্ডের আশা বাফুফের

সম্প্রতি এএফসি এবং ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেস থেকে ফিরে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

ফিফা এবং এএফসি আর্থিক ভাবে ভালো অবস্থানে থাকায় বাড়তি ফান্ডের আশা দেখছেন তিনি।

কংগ্রেসের বিভিন্ন বিষয়ে জানানোর সময় তুষার বলেন, ‌'ফিফা এবং এএফসির আর্থিক অবস্থান আগের চেয়ে ভালো হয়েছে। আমরা আশা করছি তাদের আর্থিক অবস্থা ভালো হওয়ায় যদি আমরাও কোনো বাড়তি ফান্ড পাই। '

এবারের কংগ্রেসে আলোচনার মূল বিষয় ছিল নারী বিশ্বকাপের আয়োজক ঠিক করা। পাশাপাশি গুরুত্ব পেয়েছে ফিলিস্তিনের দাবি। তারা ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি করেছিলেন। এর সঙ্গে একাত্বতা প্রকাশ করেছে বাফুফে সহ প্রায় সকলেই। তুষার বলেন, ‌'এই কংগ্রেসে আসলে নারী বিশ্বকাপের বিড নিয়েই মূল আলোচনা ছিল। এই ক্ষেত্রে সকলের জন্য কোনও চাওয়া পাওয়া থাকলে বলার  একটা সুযোগ দেয়া হয়। তখন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ইসরায়েলকে ব্যান করার আবেদন জানায়। এরপর ইসরায়েলকে তাদের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হয়েছিল। এর প্রেক্ষিতে ফিফা একটি লিগ্যাল টিম করেছে। তারা সেই রিপোর্ট জমা দিলে একটা এক্সট্রা অডিনারি কংগ্রেস করে সিদ্ধান্ত নেয়া হবে। '

'‌এএফসি কংগ্রেসে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ইসরায়েলিদের আগ্রাসনের বিভিন্ন তথ্য এবং চিত্র তুলে ধরেছে। সকলেই তাদের সমর্থন দিয়েছে। ফিফা কংগ্রেসে কোনও বিষয় যেতে হলে সমর্থন লাগে। জর্ডান তাদের সমর্থন জানিয়েছে। আমরাও ফিলিস্তিনের পক্ষেই অবস্থান নিয়েছি। আমরা যে কোনও অন্যায়ের বিরুদ্ধেই অবস্থান নেব। '

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।