ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আবাহনী-মোহামেডানের চেয়ে এগিয়ে কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মে ১৫, ২০২৪
আবাহনী-মোহামেডানের চেয়ে এগিয়ে কিংস

দেশের ফুটবলে একসময় মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মোহামেডান-আবাহনী ঘিরে। তবে বসুন্ধরা কিংসের আবির্ভাবের পর বদলে গেছে সব সমীকরণ।

লিগে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পাশাপাশি সব প্রতিযোগিতায়ই নিজেদের প্রমাণ করে চলেছে কিংস। দেশের ফুটবলের দুই বড় না আবাহনী - মোহামেডান কেউই সুবিধা করতে পারছে তাদের সামনে।

কিংসের আগমণের পর আবাহনী হয়ে গেছে দেশের দ্বিতীয় কিংবা তৃতীয় সেরা দল। লিগ শিরোপা আর জেতে না অভিজাত দলটি! এমনকি কিংসের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও আবাহনীর পরিসংখ্যান তাদের হয়ে কথা বলছে না।  

সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ বারের সাক্ষাতে কিংস জিতেছে ১২টি ম্যাচ। বাকি ৪ ম্যাচের দুটি ড্র এবং দুটি জিতেছে আকাশি-নীলরা।

একই চিত্র মোহামেডানের ক্ষেত্রে। ১৩ বারের সাক্ষাতে কিংস জিতেছে ৮ মাচ। মোহামেডানের জয় তিন ম্যাচে। বাকি ম্যাচে ড্র।  

আবাহনী যে দুটি ম্যাচ জিতেছে সেটাও আবার কাপ টুর্নামেন্টে। একটি ফেডারেশ কাপে, অন্যটি স্বাধীনতা কাপে।

দুটিই আবার ফাইনাল। দুইবারই কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে তারা। সেক্ষেত্রে এখন পর্যন্ত আবাহনীর বিপক্ষে প্রিমিয়ার লিগে কিংস অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে।  মোহামেডানের বিপক্ষে লিগ ম্যাচে হারতে হয়েছ কিংসকে। তবে এবারের মৌসুমে সাদা কালোদের হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

দেশের ফুটবলে একের পর এক কীর্তি গড়ে কিংস নিজেদের নিয়ে গেছে অন্য উচ্চতায়। জিতেছে টানা পাঁচটি লিগ শিরোপা। এছাড়া তিনটি স্বাধীনতা কাপ ও দুটি ফেডারেশন কাপের শিরোপাও ঘরে তুলেছে কিংস। ফেড কাপের আরেকটি আসরের ফাইনালে পৌঁছে গেছে রবিনহোরা। এবার ট্রেবল জয়ের হাতছানি কিংসের সামনে।   আগামী ও ২২ মে ফেডারেশন কাপের ফাইনালেও কিংস এর প্রতিপক্ষ মোহামেডান। তাদের হারিয়ে এবার ট্রেবল জয়ের হাতছানি অস্কার ব্রুজনের শিষ্যদের।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।