ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ইতিহাস গড়ে উচ্ছ্বাসে ভাসছে বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ১১, ২০২৪
ইতিহাস গড়ে উচ্ছ্বাসে ভাসছে বসুন্ধরা কিংস

দেশের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা পাঁচ শিরোপা জয় করেছে বসুন্ধরা কিংস। ইতিহাস গড়ে উচ্ছ্বসিত দলের সকলেই।

কোচ থেকে খেলোয়াড় সকলেই ভাসছেন বাঁধভাঙা উল্লাসে।  

আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা নিশ্চিত করেছে তারা। জোড়া গোল করেছেন দলটির ব্রাজিলিয়ান তারকা দরিয়েলতন গোমেজ। এ নিয়ে ১৫ ম্যাচ খেলে ১৩টি জয় ও ১টি ড্রয়ে ৪০ পয়েন্ট হলো চ্যাম্পিয়ন বসুন্ধরার। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ ২৮ পয়েন্ট। পরের তিন ম্যাচে জিতলেও কিংসকে ধরতে পারবে না তারা।  

গত মৌসুমে টানা চতুর্থ শিরোপা জিতে দেশের শীর্ষ ফুটবলে রেকর্ড গড়েছিল কিংস। তবে কেউ কেউ পঞ্চাশের দশকে ওয়ান্ডারার্সের টানা চার শিরোপা জয়ের দাবি করেন। যদিও এ নিয়ে বিতর্ক আছে। তবে এবার টানা পাঁচ শিরোপা জিতে সব বিতর্ক উড়িয়ে দিল কিংস। এমন অনন্য ইতিহাস গড়ার প্রতিক্রিয়ায় ম্যাচ শেষে কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো বলেন, 'টানা পাঁচবারের চ্যাম্পিয়ন হয়ে অবশ্যই ভালো লাগছে। আমি টানা পাঁচবার বসুন্ধরার হয়ে শিরোপা জিতেছি। এছাড়া অন্য টুর্নামেন্টে শিরোপা জিতেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। '

বসুন্ধরা কিংসের লিগ শিরোপা জেতার পথে মাঠের খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রবসন রবিনহো। ১৪ ম্যাচে ৮ গোল করেছেন কিংসের অধিনায়ক। এই ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উল্লাস প্রকাশ করছিলেন। শিরোপা জেতার আনন্দ নিয়ে তিনি বলেন, 'প্রিমিয়ার লিগের টানা পাঁচ শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। এটা ক্লাবের সবার জন্য অনেক বড় অর্জন। এখন আমাদের লক্ষ্য ফেডারেশন কাপ।

কিংসের ডিফেন্ডার তপু বর্মণ ছিলেন পাশেই। শিরোপা জেতার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, '(শিরোপা জিতে) খুব দারুণ লাগছে। আমরা সবাই সবসময় কঠোর পরিশ্রম করি এবং একটা দল হয়ে খেলি। এটা (শিরোপা জয়) আমরা খুবই ভালোভাবেই সেলিব্রেট করবো। টিম ম্যানেজম্যান্ট, কোচিং স্টাফ, খেলোয়াড় সাপোর্ট স্টাফ সবাইকে এক সঙ্গে নিয়ে উদযাপন করবো আমরা। '

কিংসের বাংলাদেশি সেন্টার ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ বললেন, 'এটা খুবই ভালো একটা অনুভূতি। আমরা দেশের একমাত্র ক্লাব হিসেবে টান পাঁচ শিরোপা জয় করেছি। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ' 

আরেক বাংলাদেশি ফরোয়ার্ড রাকিব হোসেনের কাছে পঞ্চম শিরোপা জয় তার 'জীবনের বড় একটা অর্জন'। এবারের লিগে ১৫ ম্যাচে ৯ গোল করা এই ফুটবল তারকা বলেন, 'খেলোয়াড় হিসেবে আমি মনে করি এটা বড় একটা অর্জন। দেশের ইতিহাসে প্রথমবার কোনো ক্লাব টানা পাঁচ শিরোপা জয় করেছে। এটা খেলা ছাড়ার পর আজীবন মনে থাকবে আমার। বসুন্ধরার এই অর্জনে আমি আংশ হতে পারাটা জীবনের বড় এক অর্জন। সামনে ফেডারেশন কাপ আছে। আমরা সেই শিরোপাও জয় করতে চাই। '

টানা পাঁচটি শিরোপা জেতা কিংসের কোচ অস্কার ব্রুজোনকে দেখা গেল বেশ ফুরফুরে মেজাজে। বসুন্ধরা কিংসের প্রিমিয়ার লিগ যাত্রার শুরু থেকেই প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন এই অভিজ্ঞ স্প্যানিশ কোচ। এরপর টানা পাঁচবার দলকে শিরোপা জিতিয়েছেন তিনি। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখার দিকেই তার মনোযোগ। এখনও লিগে তিন ম্যাচ বাকি আছে তাদের। তাছাড়া আছে ফেডারেশন কাপের ফাইনালও। সেখানেও তাদের প্রতিপক্ষ মোহামেডান।

লিগের শিরোপা জয় ব্রুজোনের জন্য নতুন কিছু নয়। তবে অর্জনের আনন্দ দলের সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এ মৌসুমে অবশ্য এখনও লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি ব্রুজোনের। সামনে ফেডারশন কাপের শিরোপা জেতার হাতছানি অপেক্ষা করছে। সেদিকেই নজর তার। ম্যাচ শেষে ব্রুজোন বলেন, 'এই দলের সকলেই দারুণ। তাদের ডেডিকেশন প্রশংসার দাবি রাখে। আমরা এখানে জিতে এসেছি। আমরা জানি এই দল যে কোনও দলকেই চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে। সামনে আরও তিন ম্যাচ আছে। সেখানেও আমরা ভালো করতে চাই। সামনে ফেডারেশন কাপ আছে আমাদের লক্ষ্য সেই শিরোপাও জয় করা। '

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১১, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।