ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

কাউন্সিলরশিপ চায় নারী লিগের ক্লাবগুলো

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
কাউন্সিলরশিপ চায় নারী লিগের ক্লাবগুলো

বাফুফেতে কাউন্সিলরশিপ বা ভোটাধিকার আছে ছেলেদের খেলায় অংশ নেওয়া ক্লাবগুলোর। নারী লিগে অংশ নেয়া দলগুলো বঞ্চিত হচ্ছে ভোটাধিকারের ক্ষেত্রে।

এবার কাউন্সিলরশিপ কিংবা ভোটাধিকার নিয়ে সোচ্চার হয়েছে দলগুলো। আজ বাফুফে ভবনে নারী লিগের সভায়ও এই নিয়ে আলোচনা হয়েছে। ক্লাবগুলোর আবেদনের পক্ষেই আছেন বাফুফে কর্তারা। আগামী নির্বাহী কমিটির সভাতে এই নিয়ে আলোচনার কথা রয়েছে।

বৈঠকের পর বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‌‘লিগে যে ক্লাবগুলো অংশ নিচ্ছে, তারা একটি করে কাউন্সিলরশিপ চেয়েছে। আমরাও চাই এই দলগুলো থেকে কাউন্সিলর হোক। এতে করে তারা যে টাকাপয়সা খরচ করে দল গড়ছে, তার একটা স্বীকৃতি মিলবে। আমরা বিষয়টা প্রস্তাব আকারে বাফুফের নির্বাহী কমিটির কাছে পাঠাব। ’

কাউন্সিলরশিপ প্রাপ্তির পেছনে আরও যুক্তি তুলে ধরে কিরণ বলেছেন, ‘কাউন্সিলরশিপ পেলে তখন বড় বড় ক্লাবগুলো নারী লিগে আসবে। খেলায় আরও প্রতিদ্বন্দ্বিতা হবে। ’

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪

এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।