ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

চোটের কারণে মৌসুম শেষ এনসোর, শঙ্কায় কোপা আমেরিকাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
চোটের কারণে মৌসুম শেষ এনসোর, শঙ্কায় কোপা আমেরিকাও

চলতি মৌসুমে সময়টা একদমই ভালো যাচ্ছে না চেলসির। পয়েন্ট টেবিলের নয়ে থাকা এই দলটি পেল আরেকটি দুঃসংবাদ।

গুরুত্বপূর্ণ সদস্য এনসো ফের্নান্দেসকে চলতি মৌসুমে আর পাচ্ছে না তারা। কুঁচকির চোটে ভুগতে থাকা এই মিডফিল্ডার চিটকে গেছেন পুরো মৌসুমের জন্য।  

চোটের কারণে অস্ত্রোপচারও করানো হয়েছে এনসোর। যে কারণে কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এক বিবৃতিতে গতকাল চেলসি জানায়, ‘কুঁচকির সমস্যায় এনসো ফের্নান্দেসের অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন সে পুনবার্সন শুরু করবে। ২০২৩-২৪ মৌসুমের বাকিটায় তিনি তাই বাইরে থাকবেন। ক্লাবের মেডিকেল বিভাগের মঙ্গে কবহ্যামে (অনুশীলন গ্রাউন্ড) পুনবার্সন প্রক্রিয়া চালিয়ে যাবেন। ’

রেকর্ড ১২ কোটি ১১ লাখ ইউরোতে বেনফিকা থেকে চেলসিতে পাড়ি জমান এই মিডফিল্ডার। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখালেও ক্লাবের হয়ে এখনও মেলে ধরতে পারেননি নিজেকে। তার সঙ্গে এবার যোগ হলো ইনজুরি। যেটির কারণে কোপা আমেরিকাও শঙ্কায় রয়েছে এই আর্জেন্টাইন তারকার।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।