ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে ফকিরেরপুল, অপেক্ষায় ওয়ান্ডারার্স 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে ফকিরেরপুল, অপেক্ষায় ওয়ান্ডারার্স 

এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়েছে ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাব। ফলে দ্বিতীয় স্তর থেকে প্রিমিয়ার লিগ খেলা নিশ্চিত হয়েছে ক্লাবটির।

ক্লাব লাইসেন্সিং করলে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে তারা।

বিসিএলের চ্যাম্পিয়ন এবং রানার আপ দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পায়। আজ ফকিরেরপুল ইয়ং ম্যান্স ২-১ গোলে পিডব্লিউডিকে হারিয়েছে। এতে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শিরোপা নিশ্চিত হয়েছে দলটির।

পিডব্লিউডির মৃদু সম্ভাবনা রয়েছে রানার্স-আপ হয়ে প্রিমিয়ারে খেলার। সেজন্য তাকিয়ে থাকতে হবে বাফুফে এলিট একাডেমি ও ওয়ান্ডারার্স ম্যাচের দিকে।

আগামীকাল বাফুফে এলিট একাডেমি ও ওয়ান্ডারার্স ম্যাচের পর রানার্স আপ দল নিশ্চিত হবে।

ওয়ান্ডারার্স ড্র করলে ২৪ পয়েন্ট নিয়ে তারা রানার্স-আপ হবে। এলিট একাডেমি ওয়ান্ডারার্সকে হারালে তখন সমান ২৩ পয়েন্ট থাকবে পিডব্লিউডি ও ওয়ান্ডারার্সের।  

ফকিরেরপুল ইয়ংমেন্স কয়েক বছর আগে প্রিমিয়ারে উঠেছিল। আর্থিক সীমাবদ্ধতার কারণ দেখিয়ে শেষ পর্যন্ত তারা আর খেলেনি। এবার চ্যাম্পিয়ন হলেও প্রিমিয়ারে খেলার বিষয়ে এখনো কিছু জানায়নি তারা।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।