ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

‘ঢাকা থাকবে’ বার্নাব্যুর ছাদ, কী বলছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
‘ঢাকা থাকবে’ বার্নাব্যুর ছাদ, কী বলছেন গার্দিওলা

সান্তিয়াগো বার্নাব্যুতে ভক্তদের গলা ফাটানো সমর্থন রিয়াল মাদ্রিদকে যেমন আন্দোলিত করে, তেমনি প্রতিপক্ষের বুকেও কাঁপন ধরিয়ে দেয়! সেই আওয়াজ আরও জোরালো করতে আজ ম্যানচেস্টার সিটির বিপক্ষে বার্নাব্যুর ছাদ ঢাকার অনুমতি চেয়েছে রিয়াল। তাতে অবশ্য অসম্মতি জানায়নি উয়েফা।

তাই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জমজমাট এক লড়াই যেন উপহার দিতে চলেছে রিয়াল-সিটি। আগের আসরে সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে বেশ ভালোভাবেই প্রস্তুত হচ্ছে রিয়াল। সিটিকে গুঁড়িয়ে দিতে সম্ভাব্য সবকিছুই করতে চায় তারা, যার অভিজ্ঞতা আগে কখনো হয়নি পেপ গার্দিওলা ও তার শিষ্যদের।  

মুলত চ্যাম্পিয়নস লিগের ম্যাচের সময় প্রতিটি স্টেডিয়ামের কর্তৃত্ব থাকে উয়েফার কাছে। তারাই সব নিয়মকানুন ঠিক রাখে। মাদ্রিদের আকাশ থেকে বার্নাব্যুকে আড়াল রাখতে কোনো বাধা দেয়নি ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। যদিও মঙ্গলবার সকালের বৈঠকের পর আনুষ্ঠানিক অনুমতি দেবে তারা। তবে রিয়াল কর্তৃপক্ষ আগে থেকেই জানে ছাদ ঢাকা রাখা যাবে।

প্রায় ৮৪ হাজার দর্শকের সামনে ছাদ ঢাকা স্টেডিয়ামে খেলতে হবে, এমনটা ভেবেই রোমাঞ্চিত বোধ করছেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘ছাদ ঢাকা সান্তিয়াগো বার্নাব্যু? আমি এটি দেখতে আগ্রহী। কারণ এমন পরিবেশে আগে কখনো আনুষ্ঠানিক ম্যাচ খেলিনি। আমি এটি দেখার জন্য মুখিয়ে আছি। দেখি কী হয়। ’ 

‘বার্নাব্যুতে খেলা সবসময়ই কঠিন মনে হয়। খেলোয়াড় ও কোচ হিসেবে আমি এখানে অনেকবার এসেছে এবং এই ধরনের মাঠ স্পেশাল। ’

এদিকে, শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাইপজিগের বিপক্ষেও বার্নাব্যুর ছাদ ঢাকা রেখেছিল রিয়াল। সেই ম্যাচে অবশ্য ১-১ গোলে ড্র করেছিল তারা। তাই প্রথম লেগ ১-০ গোলে জেতায় শেষ আটে পা রাখে কার্লো আনচেলত্তির দল।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।