ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

সিটি-আর্সেনালের ড্র, শীর্ষেই রইলো লিভারপুল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
সিটি-আর্সেনালের ড্র, শীর্ষেই রইলো লিভারপুল 

ব্রাইটনকে হারিয়ে দিনের শুরুতে শীর্ষে বসেছিল লিভারপুল। তাদের সরাতে হলে জয় পেতে হতো ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দুই দলকেই।

কিন্তু দুই দলের মুখোমুখি লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। আর তাতে এককভাবে শীর্ষেই রইলো ইয়ুর্গেন ক্লপের দল।  

ঘরের মাঠ ইতিহাদে সিটিজেনরা আক্রমণে এগিয়ে থাকলেও লক্ষ্যভেদ করতে পারেনি। গানাররা রক্ষণ রেখছিল জমাট। বলের দখলে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। কিন্তু আর্লিং হালান্ডদের আক্রমণ কোনো কাজে আসেনি। গোলের জন্য ১২টি শট নিয়েও তারা লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি।  বিপরীতে গানাররা ছয় শটের দুটিই রেখেছিল অন টার্গেটে।

২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট হলো অলরেডদের। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে গানাররা। আর তিনে থাকা সিটিজেনদের পয়েন্ট ৬৪।

আন্তর্জাতিক বিরতির আগে লিভারপুলের সঙ্গেও ড্র করেছিল ম্যানসিটি। অন্যদিকে ৮ ম্যাচ পর পয়েন্ট হারাল আর্সেনাল। লিগের বাকি আছে আরো ৯টি ম্যাচ। শেষ দিকে এসে লড়াই জমে উঠল। তবে লিভারপুল এখন অবধি সুবিধাজনক অবস্থানে আছে। বিদায়ী কোচ ক্লপকে শিরোপা উপহার দিতে চাইলে বাকি ম্যাচগুলোতে লক্ষ্য পূরণ করতে হবে তাদের।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।