ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ব্রাদার্সে নাম লেখালেন কিংসলে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
ব্রাদার্সে নাম লেখালেন কিংসলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দল পাননি এলিটা কিংসলে। তবে এবার ব্রাদার্স ইউনিয়নের হয়ে নতুন মিশনে নামতে যাচ্ছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান বংশোদ্ভূত এই স্ট্রাইকার।

 

লিগের দ্বিতীয় পর্ব থেকে তাকে মাঠে দেখা যাবে। সবশেষ আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন তিনি।

শুরুতে দল পাওয়ায় কিংসলে বেশ কিছুদিন নাইজেরিয়া ও ভারতে ছিলেন। ব্রাদার্স তাকে দলে ভেড়ানোয় আবার বাংলাদেশে এসেছেন।  

ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেন, 'এলিটা এখন দলের সঙ্গে অনুশীলন করছে। তার স্কোরিং ক্ষমতা ভালো। এজন্য দলে নেওয়া হয়েছে। '

এর আগে কিংসলে বলেছিলেন, তিনি খেলার জন্য শতভাগ ফিট। সুযোগ পেলে তা মাঠে খেলেই নতুন করে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি। অবশেষে সেই সুযোগ পেয়ে গেলেন এই অভিজ্ঞ ফুটবলার।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।