ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

সুদানের বিপক্ষে ড্র করায় খুশি বাংলাদেশ কোচ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
সুদানের বিপক্ষে ড্র করায় খুশি বাংলাদেশ কোচ 

কন্ডিশনিং ক্যাম্প করতে এখন সৌদি আরবে আছে বাংলাদেশ ফুটবল দল। সেখানেই সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা।

ফিফা র‍্যাংকিংয়ের ১২৭ নম্বর দলের বিপক্ষে গোলশূন্য ড্র করে খুশি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

দলের ফুটবলারদের প্রশংসা করে কোচ বলেন, 'প্রথম পরীক্ষায় ইতিবাচক পারফরম্যান্স করেছে দল। এই ধরনের ম্যাচে ফলাফল কোন মুখ্য বিষয় না। এই ম্যাচে দেখতে চেয়েছিলাম, গত সাত দিনের অনুশীলনে আমরা কতটা কী করতে পারলাম। ' 

'এটা খুবই ইতিবাচক পারফরম্যান্স ছিল। সবাই ভালো করেছে। ২৪ জন মাঠে খেলার সুযোগ পেয়েছে। আরো একটি ম্যাচ আছে। আগামীকাল (আজ) বিশ্রাম। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে এখন। '

প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা ও গোলরক্ষক মিতুল মারমা। হালকা চোটে ভুগছেন তারা। তবে আগামীকাল থেকেই অনুশীলনে ফেরার কথা রয়েছে। এদিকে আগামী ১৪ মার্চ ফের সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

 
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।