ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মেসি-সুয়ারেজের গোলে হার এড়াল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
মেসি-সুয়ারেজের গোলে হার এড়াল ইন্টার মায়ামি

শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল এসসি। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে তারা।

কিন্তু বাকি সময়টা লড়াই করল ইন্টার মায়ামি। লিওনেল মেসি ব্যবধান কমানোর পর যোগ করা সময়ে দারুণ এক গোলে দলের হার এড়ান লুইস সুয়ারেজ।  

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলে এসসির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে ইন্টার মায়ামি। ন্যাশভিলের হয়ে দুইটি গোলই করেন জ্যাকব শ্যাফেলবার্গ। মায়ামির হয়ে একটি করে গোল করেন মেসি ও সুয়ারেজ।  

ঘরের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ন্যাশভিলে। চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন শ্যাফেলবার্গ। বিরতির পর আরও একটি গোল করেন তিনি। ৫২তম মিনিটে গোল করে মায়ামিকে লড়াইয়ে ফেরান মেসি। সুয়ারেজের বাড়ানো বল প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন এই তারকা। যোগ করা সময়ে সের্হিও বুসকেতসের ক্রস থেকে আলতো হেডে বল জালে পাঠান সুয়ারেস।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।