ঢাকা, মঙ্গলবার, ০ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস সিটির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস সিটির

লিগে মৌসুমের প্রথম দেখায় ঘরের মাঠে বোর্নমাউথকে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। ফিরতি দেখাতেও জয় পেয়েছে বটে, কিন্তু সেজন্য ঘাম ঝরাতে হয়েছে।

ফিল ফোডেনের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাভের ২৪ মিনিটে জয়সূচক গোলটি করেন ফোডেন। আরলিং হালান্ডের চেষ্টা ব্যর্থ হলেও ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি।

বিরতির পর ম্যাচে ফেরার দুটো ভালো সুযোগ পেয়েছিল বোর্নমাউথ। কিন্তু কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত পরাজয়ই স্বীকার করতে হয়।

এই জয়ে লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যান সিটি। ২৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।