ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে লিগ শুরু ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
জয়ে লিগ শুরু ইন্টার মায়ামির

সের্হিও বুসকেতস, লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির একসঙ্গে পারফরম্যান্স দেখা গেল আরও একবার। তবে বার্সেলোনায় নয়, ইন্টার মায়ামিতে।

যদিও গোল করেননি তারা। তবে অবদান রেখেছেন, জিতিয়েছেন দলকে।

মেজর লিগ সকারে আসরের প্রথম ম্যাচে সল্ট লেককে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। শুরুতে রবার্ট টেইলর দলকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল করেন ডিয়েগো গোমেস। দুটি গোলেই অবদান রাখেন মেসি।  

প্রতিপক্ষের মাঠে ৩৯তম মিনিটে গিয়ে গোলের দেখা পায় মায়ামি। বুসকেতস থেকে বল নিয়ে টেইলরকে খুঁজে নেন মেসি। বাড়িয়ে দেওয়া বল দারুণ শটে লক্ষ্যভেদ করেন ফিনল্যান্ডের ফরোয়ার্ড। জালে ঢুকার আছে অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষক ফেরানোর চেষ্টা করলে তার হাত ফসকে বল লক্ষ্যে পৌঁছে।  

মায়ামির দ্বিতীয় গোলটি আসে বিরতির পর। ৮৩তম মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে সুয়ারেজকে খুঁজে নেন মেসি। উরুগুয়ে তারকা সেটি বাড়ান গোমেসকে। প্যারাগুয়ের মিডফিল্ডার নিখুঁত ফিনিশিংয়ে নিশ্চিত করেন দলের জয়।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।