ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদো নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে আল নাসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
রোনালদো নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে আল নাসর

প্রথম লেগেও গোল করে দলকে জিতিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় লেগেও পেলেন গোলের দেখা।

পর্তুগিজ এই তারকার নৈপুণ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে আল নাসর।  

শেষ ষোলোর ফিরতি লেগে গতকাল রাতে নিজেদের মাঠে আল ফায়হাকে ২-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। দলের হয়ে একটি করে গোল করেন ওতাভিও ও রোনালদো। আগের লেগে ১-০ ব্যবধানের জয়ের ফলে ৩-০ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে সৌদি প্রো লিগের দলটি।  

ম্যাচ শুরুর পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি আল নাসর। সপ্তদশ মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় তারা। তবে পরের গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধের শেষদিক পর্যন্ত। ৮৬তম মিনিটে সতীর্থের দেওয়া পাস ধরে এগিয়ে যান রোনালদো, গোলরক্ষক ঠিকঠাক ক্লিয়ার করতে না পারায় পায়ের ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা।  

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আল নাস্‌রের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। আগামী মার্চের প্রথম সপ্তাহে প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।