ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

মাঠে ফিরেই গোল পেলেন সালাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
মাঠে ফিরেই গোল পেলেন সালাহ

জাতীয় দলের হয়ে আফকন খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মোহামেদ সালাহ। প্রায় দেড় মাস পর লিভারপুলের জার্সিতে মাঠে ফিরেই গোলের দেখা পান এই ফরোয়ার্ড।

লিভারপুলও পায় দাপুটে এক জয়। আজ ব্রেন্টফোর্ডকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের ৩৫তম মিনিটে অলরেডদের এগিয়ে দেন দারউইন নুনিয়েস। দিয়োগো জতার পাস থেকে দারুণ চিপে জাল খুঁজে নেন তিনি। এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর আক্রমণের ধার বাড়ায় ইউর্গেন ক্লপের দল।

৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাক আলিস্তার। বাঁ প্রান্ত থেকে সালাহর চোখ ধাঁধানো পাসের পর বাকি কাজটি সারেন এই মিডফিল্ডার।  ৬৮তম মিনিটেই স্কোরশিটে নাম লেখান সালাহ। কোডি গাকপোর হেড থেকে বল পাওয়ার পর এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন তিনি। ৮৬তম মিনিটে শেষ গোলটি সেই গাকপো। এর  আগে অবশ্য ব্রেন্টফোর্ডের হয়ে এক গোল শোধ দেন টোনি।

এই জয়ে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দুই ম্যাচ খেলে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫২। ২৪ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।