ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

জার্মানির পথে সালাউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
জার্মানির পথে সালাউদ্দিন

কিছুদিন আগেই ওপেন হার্ট অপারেশন হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এর। অস্ত্রোপচার পরবর্তী বিশ্রামের জন্য জার্মানিতে পরিবারের সদস্যদের কাছে গিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতের ফ্লাইটে দেশ ছাড়েন বাফুফে সভাপতি। ফেডারেশন ও পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  

গত ২৮ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কাজী সালাউদ্দিনের হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে থেকে তিনি বাসায় ফেরেন ৯ জানুয়ারি। তারপর থেকে তিনি ডাক্তারের পরামর্শে বাসায়ই বিশ্রাম নিচ্ছিলেন।

সপ্তাহ দুয়েক আগে ভিসার আবেদন করেছিলেন তিনি। ভিসা নিশ্চিত হওয়ায় এবার উড়াল দিলেন। জার্মানি যাত্রায় তার সঙ্গী হয়েছেন মেয়ের জামাই। উল্লেখ্য, সালাউদ্দিনের একমাত্র মেয়ে জার্মানিতে থাকেন।

শারিরীক পরিস্থিতির পর্যবেক্ষণ ও আরেকটু বিশ্রামের জন্য জার্মানিতে চার সপ্তাহের মতো সময় থাকতে পারেন সালাউদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।