ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

নেশনস লিগ: একই গ্রুপে ফ্রান্স-বেলজিয়াম-ইতালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
নেশনস লিগ: একই গ্রুপে ফ্রান্স-বেলজিয়াম-ইতালি

প্যারিসে গতকাল অনুষ্ঠিত হয়েছে উয়েফা নেশনস লিগের নতুন আসরের ড্র। যেখানে একই গ্রুপে পড়েছে তিন পরাশক্তি ইতালি, বেলজিয়াম ও ফ্রান্স।

এ লিগের দুই নম্বর গ্রুপে তাদের সঙ্গী ইসরায়েল।

বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে তেমন কঠিন গ্রুপে পড়তে হয়নি। চার নম্বর গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সার্বিয়া। এক নম্বর গ্রুপে রয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও স্কটল্যান্ড। জার্মানি, হাঙ্গেরি, বসনিয়া ও হার্জেগোভিনা এবং নেদারল্যান্ডস আছে তিন নম্বর।

প্রথমবারের মতো এবার নেশনস লিগে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। চার গ্রুপের শীর্ষ দুই দল খেলবে শেষ আটে। নকআউট পর্ব কেবল 'এ' লিগেই অনুষ্ঠিত হবে। সেখান থেকেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল। এছাড়া বাকি তিন লিগের খেলা হবে কেবল রাউন্ড রবিন লিগেই। ইউক্রেনে আক্রমণ চালানোয় এবারের আসরে জায়গা পায়নি রাশিয়া।

নেশনস লিগে সেরা চারটি গ্রুপ চ্যাম্পিয়ন দল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফ খেলার সুযোগ পাবে। যদি তারা বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার্সআপ কোনোটাই না হতে পারে।  

এদিকে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে নেশনস লিগ।

কোন দল কোন গ্রুপে: 
লিগ ‘এ’ 
গ্রুপ ১ : ক্রোয়েশিয়া, পর্তুগাল, পোল্যান্ড ও স্কটল্যান্ড 
গ্রুপ ২: ইতালি, বেলজিয়াম, ফ্রান্স, ইসরায়েল 
গ্রুপ ৩: নেদারল্যান্ডস, হাঙ্গেরি, জার্মানি, বসনিয়া 
গ্রুপ ৪: স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া 

লিগ ‘বি’ 
গ্রুপ ১ : চেক প্রজাতন্ত্র, ইউক্রেন, আলবেনিয়া, জর্জিয়া 
গ্রুপ ২ : ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস 
গ্রুপ ৩ : অস্ট্রিয়া, নরওয়ে, স্লোভেনিয়া, কাজাখস্থান 
গ্রুপ ৪ : ওয়েলস, আইসল্যান্ড, মন্টেনেগ্রো, তুরস্ক

লিগ ‘সি’ 
গ্রুপ ১ : সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া 
গ্রুপ ২ : রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুয়ানিয়া/জিব্রাল্টার 
গ্রুপ ৩ : লুক্সেমবোর্গ, বুলগেরিয়া, নর্দান আয়ারল্যান্ড, বেলারুস 
গ্রুপ ৪ : আর্মেনিয়া, ফারো আইল্যান্ড, নর্থ মেসেডোনিয়া, লাটভিয়া 

লিগ ‘ডি’ 
গ্রুপ ১ : লিথুয়ানিয়া/জিব্রাল্টার, সান ম্যারিনো, লিখটেনস্টাইন 
গ্রুপ ২ : মলদোভা, মাল্টা, অ্যান্ডোরা।  
   

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।