ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

ঘণ্টা পেরোলেও মেলেনি সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
ঘণ্টা পেরোলেও মেলেনি সিদ্ধান্ত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে চলছে নাটক। টাইব্রেকারে ১১-১১ গোলে সমতা হওয়ার পর টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সাডেন ডেথ চলার কথা।

রেফারি ও সহকারী রেফারি খানিকটা দ্বিধান্বিত ছিলেন। ম্যাচ কমিশনার শ্রীলঙ্কান ডি সিলভা ডিলান টাচলাইনের কাছাকাছি এসে রেফারিদের ডেকে টসের কথা বলেন। দুই দল টসে যায়। সেই টসে ভারত জেতে। তবে বাংলাদেশের প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত বদলে আবার সাডেন ডেথে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে সেই সিদ্ধান্ত মানেনি ভারত।

ভারত মাঠ ছেড়ে চলে যায় ড্রেসিংরুমে। ম্যাচ কমিশনার জানান তাদের জন্য অপেক্ষা করা হবে ৩০ মিনিট। এরপর সিদ্ধান্ত জানানো হবে। তবে ঘণ্টা পেরোলেও এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। বাইলজন অনুযায়ী বাংলাদেশকেই চ্যাম্পিয়ন ঘোষণা করার সম্ভাবনা প্রবল।

ম্যাচ কমিশনার ভারত দলকে মাঠে ফেরানোর চেষ্টা করছেন৷ ভারত এখনও অনড়। অন্য দিকে বাংলাদেশের যুক্তি ম্যাচ কমিশনার বাইলজের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন।  

ম্যাচ কমিশনারের সিদ্ধান্তের অপেক্ষায় সাফ। টুর্নামেন্টের প্রধান অতিথি ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনিও অপেক্ষা করছেন সিদ্ধান্তের জন্য।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।