ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

আফকন ও এশিয়ান কাপের সেমিফাইনালে যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
আফকন ও এশিয়ান কাপের সেমিফাইনালে যারা জয়ের পর আইভরি কোস্ট (বামে) ও কাতারের উল্লাস। ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ব্যস্ততার মাঝেই চলছে দুটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। দুটো আসরেরই ঠিক হয়ে গেছে সেমিফাইনাল লাইনআপ।

এশিয়ান কাপের সেমিফাইনালে উঠেছে জর্ডান, দক্ষিণ কোরিয়া, ইরান ও বর্তমান চ্যাম্পিয়ন কাতার। অন্যদিকে আফকনের শেষ চার নিশ্চিত করেছে নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও কঙ্গো প্রজাতন্ত্র।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে অ্যাঙ্গোলাকে ১-০ গোলে হারিয়ে সেমিতে উঠে নাইজেরিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ ২৪ বছর পর শেষ চারে পা রাখা দক্ষিণ আফ্রিকা। টাইব্রেকার রোমাঞ্চে গতকাল কেপ ভের্দেকে ২-১ ব্যবধানে হারায় তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ড্র ছিল গোলশূন্য ব্যবধানে। এরপর টাইব্রেকারে চারটি সেভ দিয়ে নায়ক বনে যান রোনওয়েন উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকার মতোই রোমাঞ্চকর পথ পেরিয়ে ৯ বছর পর সেমিতে খেলবে আইভরি কোস্ট। ৯ জন নিয়ে গতকাল কোয়ার্টারে মালিকে ২-১ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সমতা ফেরানোর গোলের পর জয়সূচক গোলটি পায় অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে। সেমিতে তাদের প্রতিপক্ষ কঙ্গো শেষ আটের বাধা পেরিয়েছে গিনিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে।

এশিয়ান কাপে গতকাল শেষ মুহূর্তের গোলে ফেভারিট জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিতে পা রাখে ইরান। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কাতার। সেমিফাইনালে উঠতে কাতারকে বেশ কাঠখড় পোহাতে হয়েছে। ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারায় তারা।

আসরের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও জর্ডান। কোয়ার্টার ফাইনালে পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন তারকা ফরোয়ার্ড সন হিউং মিন। আরেক কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানকে ১-০ গোলে হারায় জর্ডান।

প্রথম সেমিফাইনালে জর্ডান-দক্ষিণ কোরিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি। পরের দিন মুখোমুখি হবে ইরান-কাতার। আফকনে অবশ্য একইদিনেই (৭ ফেব্রুয়ারি) মাঠে গড়াবে দুটো সেমিফাইনাল।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।