ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরল আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
জয়ে ফিরল আবাহনী

নিজেদের শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে হারের পর আজ জয়ে ফিরেছে আবাহনী লিমিটেড। পুলিশ এফসির বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে শিরোপা দৌড়ে টিকে রইলো আন্দ্রেস ক্রুসিয়ানির দল।

আবাহনীর হয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার জোনাথন ফার্নান্দেস এবং হৃদয়। আসাদুজ্জামান বাবলুর আত্মঘাতি গোলে ব্যবধান কমে পুলিশের।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আবাহনী। ১২ মিনিটে পুলিশ পিছিয়ে পড়ে। যার পেছনে দায় আছে রক্ষণেরও। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা ওয়াশিংটন ব্রান্দাও বক্সে কাটব্যাক বাড়ালে এক ডিফেন্ডারের পা ঘুরে বল যায় ফার্নান্দেসের কাছে। অরক্ষিত এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ঠাণ্ডা মাথার শটে খুঁজে নেন জাল।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। ওয়াশিংটন একাই বক্সের ভেতরে ঢুকে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি। আহসান হাবিব ডান হাত বাড়িয়ে সেটি রুখে দিয়েছেন। বিরতির পর দ্বিতীয় গোল আসে আবাহনীর। গোল করেছেন মোহাম্মদ হৃদয়। ৫১ মিনিটে ওয়াশিংটনের ব্যাক পাস থেকে বক্সের একটু ভেতরে মোহাম্মদ হৃদয় মাপা শটে গোলকিপারের ওপর দিয়ে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান।

৬০ মিনিটে আবাহনী নিজেদের ভুলে গোল হজম করতে বসেছিল। সতীর্থের ব্যাকপাস থেকে গোলকিপার শহিদুল আলম সোহেল ঠিকমতো বল পায়ে রাখতে পারেননি। আরেকটু হলেই গোললাইন অতিক্রমের দশা হয়েছিল। শেষ মুহূর্তে সোহেলই ক্লিয়ার করে দলকে রক্ষা করেছেন।

৪ মিনিট পর অবশ্য শেষ রক্ষা হয়নি। আত্মঘাতী গোল হজম করে তারা। বক্সের বাইরে থেকে পুলিশ এফসির এক ফুটবলারের জোরালো শট আসাদুজ্জামান বাবলু ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হন। বল পায়ের ওপরে লেগে গোলকিপারের একটু দূর দিয়ে জড়ায় জালে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।