ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

তোরেসের হ্যাটট্রিকে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
তোরেসের হ্যাটট্রিকে বার্সার জয়

শিরোপা জেতার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে বার্সেলোনার। বরং শীর্ষ তিনে থাকাই কঠিন হয়ে গেছে তাদের জন্য।

তবে গত রাতে ফেরান তোরেসের হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে হারিয়ে শীর্ষ দুই দল জিরোনা ও রিয়াল মাদ্রিদকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে রাখলো কাতালান জায়ান্টরা।

স্প্যানিশ লা লিগার ম্যাচটিতে ৪-২ গোলে জয় পেয়েছে জাভি হার্নান্দেসের শিষ্যরা। ২১ ও ৪৮তম মিনিটে কাছ থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন তোরেস। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বেতিস। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ইসকো।  

কিন্তু ৯০তম মিনিটে হুয়াও ফেলিক্সের গোলে ফের এগিয়ে যায় বার্সা। এরপর যোগ করা সময়ে হ্যাটট্রিকের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন তোরেস।  

এই জয়ের পরও শীর্ষে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে তিনে থাকা বার্সা। গত রাতে সেভিয়াকে ৫-১ গোলে হারিয়েছে জিরোনা। আর দ্বিতীয় স্থানে থাকা রিয়াল জিরোনার চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে আছে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।