ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

কর্নেলিয়াসের জোড়া গোলে আবাহনীর জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
কর্নেলিয়াসের জোড়া গোলে আবাহনীর জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। ম্যাচে জোড়া গোল করেছেন কর্নেলিয়াস স্টুয়ার্ট, দলের জয়ে অন্য গোলটি করেছেন জোনাথন ফার্নান্দেস।

শেখ রাসেলের হয়ে একমাত্র গোলটি করেছেন সুমন রেজা।

লিগের শুরুটা ভালো ছিল না আবাহনীর। তবে শেষ দুই ম্যাচে জয় দিয়ে ঘুড়ে দাড়িয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। ওয়াশিংটনের পাসে কর্নেলিয়াস স্টুয়ার্ট বক্সের মাঝ বরাবর দিয়ে ঢুকে ডান দিকে বল দেন জোনাথকে, ব্রাজিলিয়ান মিডফিল্ডার কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে দেন জালে।

১৮ মিনিটে পোস্ট বাধা হয়ে দাড়ালে সমতায় ফেরা হয়নি শেখ রাসেলের। শাহিনের ক্রসে নিহাদ জামান উচ্ছ্বাসের হেড পোস্টে লাগে। প্রথমার্ধের যোগ করা সময়ে জোনাথনের দারুণ বুদ্ধিদ্বীপ্ত ফ্রি-কিকে বল দেন ওয়াশিংটনকে। এই ব্রাজিলিয়ানের গোলমুখে বাড়ানো ক্রসে আলতো টোকায় বল জালে জড়ান কর্নেলিয়াস।

বিরতির পর শেখ রাসেল সমতায় ফেরার সুযোগ নষ্ট করেছে। ৭০ মিনিটে ভালো সুযোগ পায় তারা। চন্দন রায় বক্সে ঢুকে ঠিকঠাক লক্ষ্যে শট নিতে পারেননি। তার আগেই বাধা পান মাসুদ রানার কাছ থেকে।

ম্যাচে ফিরতে মরিয়া শেখ রাসেল চাপ দিতে থাকে আবাহনীর রক্ষণে। ৭৩তম মিনিটে কাঙ্খিত গোলও পেয়ে যায় তারা। চন্দন রায়ের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন সুমন। ৮৬তম মিনিটে ব্যবধান ফের বাড়িয়ে নেয় আবাহনী। ফের্নান্দেসের ক্রসে গোলমুখে একেবারে ফাঁকা থাকা কর্নেলিয়াস টোকা দেওয়ার কাজটুকু করেন অনায়াসে।

আবাহনী চার ম্যাচে দুই জয় ও এক হার এবং ড্রতে ৭ পয়েন্ট পেয়েছে। সমান ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ৪।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।